বনের রাজা সিংহ ও চালাক শিয়াল
বনের রাজা সিংহ হঠাৎ ঘোষণা করল, কাল থেকে প্রাণী হত্যা বন্ধ । আমরা সবাই নিরামিষাশী হলাম এখন থেকে । এই ঘোষণায় সব মাংসাশী প্রাণীদের মাথায় বজ্রাঘাত হল। কি হবে এখন !! এই ঘোষনা'য় শিয়ালের তো ভারি রাগ হল, তার আবার মাংস ছাড়া কিছুই মুখে রোচে না কিনা ! কিন্তু নিজের কথা নিজের মুখে বলতে ভারি বাধো বাধো ঠেকে ; তাই শেয়াল এক বুদ্ধি বের করল । সে বলতে লাগলো, মহারাজের এই সিদ্ধান্তে জঙ্গলের তৃণভোজী প্রাণীদের কি দুর্দশা হবে , কেউ কি ভেবে দেখেছ ? সব ঘাস যদি আমরা খেয়ে ফেলি তবে তারা কি খাবে ? বলে শেয়াল মামা সব তৃণভোজী প্রাণীদের জন্য চোখের জল, নাকের জল এক করে ফেললে। হরিণ, খরগোশ ইত্যাদি প্রাণী'রা তাদের জন্য শেয়ালের এত দরদ দেখে মুগ্ধ হয়ে গেল । এত ভালোবাসা এতদিন কোথায় ছিল সেটাই তারা বুঝতে পারছিল না। যাই হোক, জঙ্গলের গোটা শেয়াল সম্প্রদায় মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল । তারা বলল, তারা এর শেষ দেখে ছাড়বে, নিরীহ তৃণভোজী প্রাণীদের জন্য তাদের এই লড়াই চলবে । এখন কে জেতে কে হারে , এটা দেখতে সব পশুরা অপেক্ষায় আছে........... আমাদের'ও অপেক্ষা করা ছাড়া গতি নেই ।। (এই দেখেছেন, এই সুন্দর গল্প'টার মধ্যে'