পোস্টগুলি

বনের রাজা সিংহ ও চালাক শিয়াল

ছবি
বনের রাজা সিংহ হঠাৎ ঘোষণা করল, কাল থেকে প্রাণী হত্যা বন্ধ । আমরা সবাই নিরামিষাশী হলাম এখন থেকে । এই ঘোষণায় সব মাংসাশী প্রাণীদের মাথায় বজ্রাঘাত হল। কি হবে এখন !! এই ঘোষনা'য় শিয়ালের তো ভারি রাগ হল, তার আবার মাংস ছাড়া কিছুই মুখে রোচে না কিনা ! কিন্তু নিজের কথা নিজের মুখে বলতে ভারি বাধো বাধো ঠেকে ; তাই শেয়াল এক বুদ্ধি বের করল । সে বলতে লাগলো, মহারাজের এই সিদ্ধান্তে জঙ্গলের তৃণভোজী প্রাণীদের কি দুর্দশা হবে , কেউ কি ভেবে দেখেছ ? সব ঘাস যদি আমরা খেয়ে ফেলি তবে তারা কি খাবে ? বলে শেয়াল মামা সব তৃণভোজী প্রাণীদের জন্য চোখের জল, নাকের জল এক করে ফেললে। হরিণ, খরগোশ ইত্যাদি প্রাণী'রা তাদের জন্য শেয়ালের এত দরদ দেখে মুগ্ধ হয়ে গেল । এত ভালোবাসা এতদিন কোথায় ছিল সেটাই তারা বুঝতে পারছিল   না। যাই হোক, জঙ্গলের গোটা শেয়াল সম্প্রদায় মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল । তারা বলল, তারা এর শেষ দেখে ছাড়বে, নিরীহ তৃণভোজী প্রাণীদের জন্য তাদের এই লড়াই চলবে । এখন কে জেতে কে হারে , এটা দেখতে সব পশুরা অপেক্ষায় আছে........... আমাদের'ও অপেক্ষা করা ছাড়া গতি নেই ।। (এই দেখেছেন, এই সুন্দর গল্প'টার মধ্যে'

গুরু ও সাইঁজিরা সবার উপরে

ছবি
১)ক্লাসে যারা সবচেয়ে ভালো ফলাফল করে তারা হয় ডাক্তার-ইঞ্জিনিয়ার।  ২) তাদের পর যারা ভালো করে তারা হয় সরকারি কর্মকর্তা। কাজেই এক নং গ্রুপ থাকে দুই নং গ্রুপের অধীনে।  ৩) এরপর যারা ভালো করে তারা হয় ব্যাবসায়ী। এক ও দুই নম্বর গ্রুপ থাকে তিন নং গ্রুপের অধীনে।  ৪) এরপরের ছাত্ররা আসে রাজনীতিতে, তারা হয় নেতা। ১,২ আর ৩ গ্রুপ থাকে ৪ নম্বর গ্রুপের অধীনে।  ৫) যারা ফেলে করে তারা হয় গডফাদার, ডন। ১,২,৩,৪ নম্বর গ্রুপ থাকে ৫নম্বরের অধীনে।  ৬) আর এদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়ার দলে আছে গুরু আর সাঁইজিরা (মোটিভেশনাল স্পীকাররা)। এরা সবাইকে উপদেশ দেয়। কাজেই সবাই থাকে এদের অধীনে।

জামাই ও শশুর

ছবি
বোকা ছেলে হাসির গল্প ছেলে শ্বশুরবাড়ী যাবে।  বুদ্ধিশুদ্ধি একটু কম তাই মা তাকে ভাল করে শিখিয়ে দিল।  বলল, তোর শ্বশুরের অসুখ তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন ভাল। তখন বলবি এইটাই তো আমাদের কাম্য।  তারপর তিনি কি পথ্য করছেন জানতে চাইবি।  তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপাদেয় পখ্য, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আসা করি।  তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন।  ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, "দারুন ডাক্তার, খুব তারাতাড়ি ভাল হয়ে যাবেন !" আর সব সময় হাসি, হাসি মুখ করে থাকবি কেমন।  মা নেওটা ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল। শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। জামাই ঘরে ঢূকে, হাসতে,হাসতে জিজ্ঞেস করল,কেমন আছেন বাবা ? শ্বশুরঃ- আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি।  জামাইঃ- এটাই তো আমাদের কাম্য। তা কি পথ্য করছেন এখন আপনি ? শ্বশুরঃ- (চটে গিয়ে) ঘোড়ার ডিম। জামাইঃ- বাঃ,বাঃ,অতি উপাদেয় পথ্য,রোজ খেয়ে যান ভাল হয়ে যাবেন আসা করি। আবার হাঁসতে-হাঁসতে তা ইয়ে কোন ডাক্তারকে দেখাচ্ছেন? শ্বশুরঃ- (আরও চটে) যম। জামাইঃ- খুব ভাল ডাক্তার, বেশ নাম করা ডাক্ত

চালাক শিয়ালের গল্প

ছবি
একটা গাধা আর একটা শিয়াল বনের মধ্যে ঝগড়া শুরু করে দিলো।😀 গাধা বললো.....ঘাস হলুদ!!!! শিয়াল বললো....না,ঘাস সবুজ!!! যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো তখন তারা বিচারের জন্যে সিংহের কাছে গেল।🤔 সিংহ তখন শিয়ালকে পূর্ন একমাস বন্দি আর পাছার মধ্যে টেনে চল্লিশ ঘা বেতের বারি আর গাধাকে মুক্তির আদেশ দিলো।😴 শিয়াল সিংহকে প্রশ্ন করলো...এটা কি রকম বিচার হলো? ঘাস কি সবুজ নয়?🤔 সিংহ উত্তর দিলো...ঘাস অবশ্য‌ই সবুজ... কিন্তু তোকে বন্দি রাখার আদেশ করেছি কারন তুই গাধার সাথে তর্ক করেছিস😡