গুরু ও সাইঁজিরা সবার উপরে
১)ক্লাসে যারা সবচেয়ে ভালো ফলাফল করে তারা হয় ডাক্তার-ইঞ্জিনিয়ার।
২) তাদের পর যারা ভালো করে তারা হয় সরকারি কর্মকর্তা। কাজেই এক নং গ্রুপ থাকে দুই নং গ্রুপের অধীনে।
৩) এরপর যারা ভালো করে তারা হয় ব্যাবসায়ী। এক ও দুই নম্বর গ্রুপ থাকে তিন নং গ্রুপের অধীনে।
৪) এরপরের ছাত্ররা আসে রাজনীতিতে, তারা হয় নেতা। ১,২ আর ৩ গ্রুপ থাকে ৪ নম্বর গ্রুপের অধীনে।
৫) যারা ফেলে করে তারা হয় গডফাদার, ডন। ১,২,৩,৪ নম্বর গ্রুপ থাকে ৫নম্বরের অধীনে।
৬) আর এদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়ার দলে আছে গুরু আর সাঁইজিরা (মোটিভেশনাল স্পীকাররা)। এরা সবাইকে উপদেশ দেয়। কাজেই সবাই থাকে এদের অধীনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন