পোস্টগুলি

#জুতার গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জুতার গল্প

ছবি
জুতার গল্প অমিত কুমার কুণ্ডু ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ অঙ্কন : প্রসূন অনেক দিন আগের কথা। এক দেশে সন্দেশ নামে এক রাজা ছিলেন। লোকমুখে শোনা যায়, রাজা ছোটবেলায় খুব সন্দেশ খেতে ভালোবাসতেন। সেই থেকে রাজার রাজকীয় নাম বদল হয়ে রাজ্যময় ছড়িয়ে গেল সন্দেশ নামটা। রাজার নাম সন্দেশ হলে কী হবে? রাজার আচরণে কোনো মিষ্টতা নেই। রাজা যেমন বোকা, তেমনি গোঁয়ার, তেমনি মূর্খ ও খামখেয়ালি। মনে কোনো দয়ামায়া নেই। মাথায় কোনো বুদ্ধিশুদ্ধিও কম। রাজ্যের সবাই তাঁর ভয়ে কাঁপে। রাজা কখন যে কী করবেন, তা কেউ আঁচ করতে পারে না। হঠাৎ হঠাৎ এমন সব কাজ করে বসেন, তা নিয়ে সভাসদদের এদিক-ওদিক ছোটাছুটি করতে হয়। কখনো তিনি গায়কদের গান শোনাতে ডেকে আনেন। দিনের পর দিন চলে গানের আসর। কখনো পালোয়ানদের ধরে আনেন। তাদের নিয়ে চলে কুস্তি প্রতিযোগিতা। কখনো তেজি ষাঁড় ধরে আনেন। চলে ষাঁড়ের লড়াই। আবার কখনো সদলবলে ঘুরতে যান দূরে কোথাও। কী এক খেয়ালে একদিন রাজার মনে হলো, গহিন বনে শিকার করতে যাবেন। সঙ্গে সঙ্গে পাইক-পেয়াদা নিয়ে সদলবলে বনের পথে রওনা দিলেন। কত ঘোড়া, কত আয়োজন, কত মানুষজন তার কোনো গোনা-গুনতি নেই। রাজা যেতে যেতে শহরের শেষ মাথায় এসে পড়লেন। হঠাৎ কিছু ঝুপ