পোস্টগুলি

গাধা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যেমন রোগ তেমন দাওয়াই

ছবি
যেমন রোগ তেমন দাওয়াই – নাসিরুদ্দীন হোজ্জা যেমন রোগ তেমন দাওয়াই: এক দম্পতি। ভীষণ স্বাপ্নিক তারা। এই দিবা স্বপ্নের ঘোরে থাকা দম্পতির প্রতিবেশী আবার আর কেউ নয়, স্বয়ং নাসিরুদ্দীন হোজ্জা। একদিন এই দম্পতি দিবা স্বপ্নকে প্রায় বাস্তব বানিয়ে ফেলল। স্বামী বলছিলঃ টাকা পেলেই একটা দুধেল গাই কিনবো।স্ত্রী বললো : সে দারুণ হবে গো। ম্যালা ভাণ্ডও লাগবে, যাই দামদর করে কিনে ফেলিগে। এসব ব্যাপারে দেরি করা কোন কাজের কথা না। যেই ভাবা সেই কাজ। বউ বাজারে যেয়ে পাঁচখানা পেল্লায় ভাণ্ড কিনে আনে। স্বামী সুধায় (জানতে চায়) : কি কিনলে? স্ত্রী : পাঁচখানা ভাণ্ড। একটায় দুধ রাখবো, একটায় ঘোল, একটায় মাখন আর একটাতে ঘি।স্বামী : আর একখানা ভাণ্ড যে থাকলো, ওতে কি হবে? স্ত্রী : ইয়ে, এই আর কি, ধর যদি দুধ বেঁচে যায়, তো আমার মায়ের বাড়িতে দেব। স্বামী : কি বললে, মায়ের বাড়িতে দেবে? কি সব্বোনাশ। এভাবে তো আমার সংসার লাটে উঠবে। তা, বলি চুরি করে কতদিন ধরে এভাবে মায়ের বাড়িতে দুধ পাঠানো হচ্ছে। আমি জানি না, আর আমার সংসারের লোপাট হয়ে যাচ্ছে! স্ত্রী : আমি গরুকে ঘাস খাওয়াব, দুধও দুয়াবো। আর মায়ের বাড়িতে এক ভাণ্ড দুধ পাঠাতে

ও শিয়ালের ঝগড়া !

ছবি
একদা বনের মধ্যে একটা গাধা এবং একটি শিয়াল ঝগড়া শুরু করলো !!! গাধা বললো… “ঘাস হলুদ”!!! শিয়াল বললো.. “না, ঘাস সবুজ”!!! না হলুদ… না সবুজ… এভাবে তাদের ঝগড়া চরম আকার ধারন করলো। অবশেষে ক্লান্ত হয়ে তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেলো। সিংহ সব শুনে শিয়ালকে পুরো একমাস বন্দী রাখার এবং গাধাকে ছেড়ে দেয়ার আদেশ দিলো। শিয়াল- সিংহকে প্রশ্ন করলো…. এটা কি আপনার ন্যায়বিচার? ঘাস কি সবুজ নয়???

চালাক শিয়ালের গল্প

ছবি
একটা গাধা আর একটা শিয়াল বনের মধ্যে ঝগড়া শুরু করে দিলো।😀 গাধা বললো.....ঘাস হলুদ!!!! শিয়াল বললো....না,ঘাস সবুজ!!! যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো তখন তারা বিচারের জন্যে সিংহের কাছে গেল।🤔 সিংহ তখন শিয়ালকে পূর্ন একমাস বন্দি আর পাছার মধ্যে টেনে চল্লিশ ঘা বেতের বারি আর গাধাকে মুক্তির আদেশ দিলো।😴 শিয়াল সিংহকে প্রশ্ন করলো...এটা কি রকম বিচার হলো? ঘাস কি সবুজ নয়?🤔 সিংহ উত্তর দিলো...ঘাস অবশ্য‌ই সবুজ... কিন্তু তোকে বন্দি রাখার আদেশ করেছি কারন তুই গাধার সাথে তর্ক করেছিস😡